Wellcome to National Portal

উপজেলা সমবায় কার্যালয় মহাদেবপুর, নওগাঁ এর তথ্য বাতায়নে  আপনাদেরকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবা সমূহঃ ১) বিভিন্ন সরকারী প্রকল্প যেমন আশ্রয়ন, আশ্রয়ন ফেইজ-২ ও আশ্রয়ন -২ প্রকল্পের ও  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং সি.আই.জি প্রকল্পের আওতাধীন সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয়।

২) সমবায় সমিতি আইন /২০০১  (সংশোধিত /২০০৪, ২০১৩) এর আওতায় ২৯ শ্রেনীর প্রাথমিক, জাতীয়, জাতীয় পর্যায়ের এবং কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য সুপারিশ করা হয়।

৩) সকল প্রকার সমবায় সমিতির অডিট কার্যক্রম করা হয়।

৪) ভ্রাম্যমান প্রশিক্ষন  প্রদানের ব্যবস্থা করা হয়।

৫) বাংলদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ৮ টি আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট এর মাধ্যমে সেলাই, ব্লক বাটিক, মাছ চাষ, গবাদী পশু পালন,  অফিস ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অডিটিং, নার্সারী প্রকল্পসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন গ্রহনের নিমিত্তে সমবায়ীদেরকে প্রেরন করা হয়।

৬) সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহায়াতা প্রদান করা হয়।

৭) সমবায় সমিতিতে উদ্ভূত উপজেলা পর্যায়ে নিষ্পতিযোগ্য অভিযোগের বিষয়ে সুনানী গ্রহণ ও নিস্পত্তি করা হয়।

৮) সমবায় সমিতিতে উদ্ভূত জেলা, বিভাগীয় বা জাতীয় পর্যায়ে নিষ্পতিযোগ্য অভিযোগের বিষয়ে সুপারিশ করন ।

৯) আশ্রয়ন প্রকল্প, আশ্রয়ন ফেইজ-২ প্রকল্প এবং আশ্রয়ন-২ প্রকল্পের সদস্যগনকে স্বাবলম্বীকরনের উদেশ্যে তাদের মাঝে ঋণ কার্যক্রম পরিচালনা করা হয়।

১০) নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা, যুগ্ম নিবন্ধক,  বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহী বিভাগ, রাজশাহী এবং জেলা সমবায় অফিসার, নওগাঁ কর্তৃক আদেশিত অন্যান্য কার্য সম্পাদন।